আবেগ & বিবেক

08:35







ক – “তুই কে”?

খ-“ আমি আবেগ”



ক-“তুই কোথায় থাকিস”?

খ-“কেন? Facebook এর wall-এ,comment এর খেয়ালে,tweet এর বৈচিত্রে ,ধার করা আলোকচিত্রে”



ক-“তুই কি করিস”?

খ-“আমি? আমি গরজে উঠি,অন্যায়ের বিরুদ্ধে,প্রতিবাদ জানাই ,দৃঢ় শব্দে”



ক-“বাহহহ,তুই রুখে দাঁড়াস কি”?

খ-“offcourse..ধর্ষণ এর বিরুদ্ধে করা পোস্ট-এ কটা LIKE পেয়েছি জানিস? খবর রাখিস,কটা SHARE কতো COMMENTS”?



ক-“নাহহ,আচ্ছা,তোর কাজের মেয়ে টা যখন পাগলের মতো তোর পায়ের তলায় আছড়ে পড়ে বলছিল।।বাবু আপনি একটিবার চলুন,আমার মেয়েটাকে বোধহোয় ওরা মেরেই ফেলল।। ওসি সাহেব কে আপনি একটিবার বলুন আমার ডায়রিটা নিতে,আপনি বললেই হবে” ,তখন তুই কি করেছিলি?

খ-“কেন আমি তো আমার ডিউটি তো করেছি,হ্যা কিছু বাধ্যবাধকতার জন্য থানায় যেতে পারিনি বটে,কিন্তু আমি তো আমার wall এ পোস্ট করে দিয়েছি, May Be সেইজন্যই লোক জানার ফলে,মেয়েটার BODY পেতে কোন সমস্যা পোহাতে হইনি ওর মাকে”..



ক-“হমমম,বুঝলাম।। আচ্ছা,কাল নিশ্চয়ই ফিরতে আনেক রাত হয়েছে”?

খ-“নাহ তো ,কেন?”



ক-‘সেকি,শুনলাম তোর একমাত্র বাল্যবন্ধু,মারা গেছে কাল,শেষ যাত্রায় সঙ্গ দিসনি”?

খ-“ আমার একটু সরদি কাশির সমস্যা আছে বুঝলি ,বাইরে যা ঠাণ্ডা,তাই আর ঘাটে গেলাম না অতো রাতে,যে যাওয়ার সে তো চলেই গেছে,কি আর হবে,কিন্তু তুই জানিস কি আমি সারারাত জেগে আমাদের ছোটবেলার সব ছবি দিয়ে কি সুন্দর একটা কোলাজ বানিয়ে পোস্ট করেছি,সবাই বলছে আমার কবিতাটা পড়ে ওরা না কেঁদে পারেনি,সবাই স্মরণ করেছে ওকে,এটা কে তুই কম বলিস”?



ক-“নাহহ রে আমি বলার কে,আচ্ছা বাদ দে,আজ তোর বাবা-মা কে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিস”

খ-“ হাহা সে আর বলতে,কাল রাতেই,১৪৫ টা LIKE ৩৮০ টা COMMENTS,ভাবতে পারিস? সবাই WISH করেছে ওদের কাকু-কাকিমাকে”।।



ক-“বাবা মাকে প্রনাম করেছিস একটা? বাইরে খেতে যাওয়ার কোন প্ল্যান”?

খ-“নাহ রে,কর্পরেট আফিস,ফিরতে ফিরতে রাত,WEEKEND ফাঁকা থাক্লেএকটা জমিয়ে প্ল্যান করবো নিশ্চয়ই”।।



ক-“হমম সেই ভাল, ওটা কি পড়ছিস রে?”

খ-“এটা? সুকান্ত সমগ্র ,বেশ সস্তাই পেয়ে গেলাম জানিস,BOOKSHELF এর COLOUR –এর সাথে বেশ মানাবে কি বলিস”?



ক-“সে কি এটার UPDATE পোস্ট করলিনা যে”?

খ-“ধুসসসস,ENGLISH দাঁত খটমট বই এর নাম ছাড়া ব্যপারটা ঠিক জমে না রে”




ক-“হমম বুঝলাম,আচ্ছা আমি আজ আসিরে”

খ-“সেকি চলে যাচ্ছিস? তুই কে সেটাতো আগে বলে যা”?

ক-“আমি?? আমি বিবেক”...

You Might Also Like

3 comments

  1. satti #koushik tmr lekha mn chuye jai tmr id o jni na tmr sathe porichoi krle vlo lgto

    ReplyDelete
    Replies
    1. tomaro bondhu hote parle,amar khub valo lagbe,ei roilo amar facebook id :)
      chaile frnd rqst send korte paro :)

      https://www.facebook.com/imKou.Sick

      Delete
  2. #kousik apnar sathe porichoy hole valo sotti e valo lagto.. asun na boimela e ekdin dekha kora jak.

    ReplyDelete

Popular Posts

Like us on Facebook

Flickr Images