আমার সম্পর্কে কিছু কথা
নিজের সম্পর্কে বড়াও করে বলার মত কিছুই নেই আমার ঝুলিতে,তবে কিছু গল্প কবিতা আছে , যেগুলো তোমাদের শোনাব বলেই এই ব্লগ এর সৃষ্টি...আমি কৌশিক ,পেশায় ইঞ্জিনিয়ার, আর নেশায়...নেশায় অনেক কিছুই,ধীরে ধীরে নাহয় বলা যাবে আর এক দিন।
Admin-অসমাপ্ত নাম নিয়ে “খাপে খাপ পঞ্ছুর বাপ” নামক ফেসবুক পেজটির মাদ্ধমে তোমাদের সাথে আলাপ আমার,ভাবলাম শুধু Jokes Troll & Meme কেন,আর একটু বেশী করে তোমাদের সাথে আলাপ করা যাক,তাই এই ব্লগটা খুলে ফেললাম,আশা করি ওখানের মত এখানেও তোমাদের সমান আনন্দ দিতে পারব ...আজ তবে এখানেই শেষ করলাম,পরে আবার কথা হবে...
তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম আমার লেখাগুলো সম্পর্কে,ভালো থেক সবাই......
ইতি অসমাপ্ত
https://www.facebook.com/kousick.Sam