ওরা আসছে

11:55

                             



রাজা:    কি বিদূষক্... রাজ্যের কি হাল
?
বিদূষক্:   আজ্ঞে , আপনার আশীর্বাদে সব কামাল ।।


রাজা:   বটে ,তাহলে বাইরে কেন শুনি এত চিৎকার ?
বিদূষক্:  ও কিছুনা, এত বড়ো বড়ো রাজ্যের ছোট ছোট ঘটনা, রোজ  দু-চারটে শ্লীলতাহানি আর বলত্কার।।


রাজা: জনগন কি বলে ?
বিদূষক্: কি আর বলবে ....
এ কোন পরিবর্তন তারা এনেছে,ভেবে হাত কামড়ায়,
তবে বেশী ভাবলে,ব্যবস্থা আছে, লাঠির বাড়ি পড়বে মাথায়।।

রাজা: আর বুদ্ধিজীবী? তারা কি বলে ?
বিদূষক্: গদি-আঁটা চেয়ার আর সারদা দিয়ে, নিয়েছি কিনে,
তারা এখন আপনার দলে।।


রাজা: আর সেই যে মাস্টার... যে খালি আমার মূর্তি ভাঙতে চায়?
বিদূষক্: ভাববেন না রাজামশায়,
কলিকালের সাইড-এফেক্ট... সে এখন আমাদের কব্জায়,
আমাদের সুরে গান গায়,পুলিস ডেকে নিজেই ছাত্র পেটায় ।।

রাজা: রাজ্য তাহলে under control ? নেই কোনো চিন্তা?
বিদূষক্: সে আর বলতে,
পুলিশ তো ছিলই,আরও আছে বাহিনী .........গেঞ্জিধারী অজন্তা,
তেড়ে মেরে ডাণ্ডা করে দেবে ঠাণ্ডা।।


রাজা: কিন্তু বিদূষক্ তবে কেন প্রাসাদ-প্রাচীর কাঁপে ?
বিদূষক্: ঐ কারা যেন আসে,তাদের পায়ের চাপে।।

রাজা: কুছ পরোয়া নেই,বুলাও আমার বাহিনী।
বিদূষক্:কাজ হবে না তাতে,
ওরা ছাত্র সমাজ,একটা মারলে ১০টা আসবে,ধরা পড়ে গেছে আপনার কাহিনী।।

রাজা: বিদূষক্ ,তাহলে উপায়?
বিদূষক্: সময় থাকতে পালান,যতদূর পালান যায় ।।
কোনো বাধা আর ওরা মানবেনা,মুখ বুজে অন্যায় আর সইবেনা,
মিলিত গলায় শানিত স্লোগান ............
দড়ি ধরে মার টান,রাজা হবে খান খান............।।











You Might Also Like

2 comments

Popular Posts

Like us on Facebook

Flickr Images