ওরা আসছে
11:55
বিদূষক্: আজ্ঞে , আপনার
আশীর্বাদে সব কামাল ।।
রাজা: বটে ,তাহলে বাইরে কেন
শুনি এত চিৎকার ?
বিদূষক্: ও কিছুনা, এত বড়ো বড়ো
রাজ্যের ছোট ছোট ঘটনা, রোজ দু-চারটে শ্লীলতাহানি আর
বলত্কার।।
রাজা: জনগন কি বলে ?
বিদূষক্: কি আর বলবে ....
এ কোন পরিবর্তন তারা এনেছে,ভেবে হাত কামড়ায়,
তবে বেশী ভাবলে,ব্যবস্থা আছে, লাঠির বাড়ি
পড়বে মাথায়।।
রাজা: আর বুদ্ধিজীবী? তারা কি বলে ?
বিদূষক্: গদি-আঁটা চেয়ার আর সারদা দিয়ে, নিয়েছি কিনে,
তারা এখন আপনার দলে।।
রাজা: আর সেই যে মাস্টার... যে খালি আমার মূর্তি ভাঙতে চায়?
বিদূষক্: ভাববেন না রাজামশায়,
কলিকালের সাইড-এফেক্ট... সে এখন আমাদের কব্জায়,
আমাদের সুরে গান গায়,পুলিস ডেকে নিজেই ছাত্র পেটায় ।।
রাজা: রাজ্য তাহলে under
control ? নেই
কোনো চিন্তা?
বিদূষক্: সে আর বলতে,
পুলিশ তো ছিলই,আরও আছে বাহিনী .........গেঞ্জিধারী অজন্তা,
তেড়ে মেরে ডাণ্ডা করে দেবে ঠাণ্ডা।।
রাজা: কিন্তু বিদূষক্ তবে কেন প্রাসাদ-প্রাচীর কাঁপে ?
বিদূষক্: ঐ কারা যেন আসে,তাদের পায়ের চাপে।।
রাজা: কুছ পরোয়া নেই,বুলাও আমার বাহিনী।
বিদূষক্:কাজ হবে না তাতে,
ওরা ছাত্র সমাজ,একটা মারলে ১০টা আসবে,ধরা পড়ে গেছে আপনার কাহিনী।।
রাজা: বিদূষক্ ,তাহলে উপায়?
বিদূষক্: সময় থাকতে পালান,যতদূর পালান যায় ।।
কোনো বাধা আর ওরা মানবেনা,মুখ বুজে অন্যায় আর সইবেনা,
মিলিত গলায় শানিত স্লোগান ............
দড়ি ধরে মার টান,রাজা হবে খান খান............।।
2 comments
:) nice dada.. ~ Sankhadeep
ReplyDeletethanx bro :)
Delete